ঐতিহাসিক ৭মার্চ ঘিরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

106

॥ স্টাফ রিপোর্টার ॥

বিশ্ব নন্দিত ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, ঐতিহাসিক ৭ মার্চ একটি ভাষণের মধ্য দিয়ে জাতির পিতা বাঙালির হৃদয়ের সংগ্রামের যে অগ্নি মশাল জ্বালিয়েছিলেন, সেই মশাল পাকিস্তানিত শাসক গোষ্ঠীর সকল অত্যাচারের মুলউৎপাটন করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। স্বল্প সময়ে দেওয় বঙ্গবন্ধা গভির ভাবপূর্ণ সেই বক্তব্য তাই আজ বিশ্ব নন্দিত।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বৃষ কেতু চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ত্রিদিব কান্তি দাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাধন মনি চাকমা, জেলা কৃষকলীগের সভাপতি মো: জাহিদ আকতার, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সহ সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো; শামসুল আলম, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: রফিকুল মাওলা।

আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা পরিষদ, জেলা প্রশাসনসহ জেলার ১০ উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।