ওয়ার্ল্ড পীস্ হিউম্যান রাইটস সোসাইটির আলোচনা সভা

106

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥

বহির্বিশ্বে আজ যে হামলা,হত্যা যুদ্ধ বিগ্রহ চলছে,নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে তা প্রতি মহুর্তে মানবাধিকার লঙ্গিত হচ্ছে। যে মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত জাতিকে মুক্ত করার জন্য, দেশের স্বাধীনতার জন্য, মানুষের মানবাধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছে সে মানুষটাকে তথা দেশের অব্যন্তরে ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা এবং নিষ্পাপ শিশু রাসেলকে হত্যার মধ্যদিয়ে মানবাধিকারের চরম লঙ্গন করা হয়েছে। রোববার ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় “বিশ্ব মানবাধিকার।

দিবস”-২০২৩ উপলক্ষে পার্বত্যাঞ্চলের শীর্ষ স্থানীয় মানবাধিকার ও সামাজিক সংগঠন “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি”, রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি”,রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী এসব কথা বলেন।

সংগঠনের সহ সভাপতি মিসেস্ সুফিয়া কামাল ঝিমির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম,বিমল কান্তি ঘোষ,রবীন্দ্রনাথ মাষ্টার। সোসাইটির নেতা মনু মরমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক স্বরূপ মুৎসুদ্দী,প্রশিক্ষন সম্পাদক নিরোধ শীল,প্রচার সম্পাদক মোঃ তছলিম উদ্দিন,সমাজ কল্যান সম্পাদক অসীম চক্রবর্তি শংকু,সদস্য যথাক্রমে দীপক দে,সুলতানা আক্তার,হৃদয় দে প্রমুখ। সভায় বক্তাগন বলেন মানবাধিকার মানুষের জন্মগত অধিকার,এ অধিকার রক্ষায় সকলকে সম্মিলিত ভাবেই কাজ করে যেতে হবে। সভার আগে সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় অত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।