ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

131

॥ স্টাফ রিপোর্টার ॥

পার্বত্যাঞ্চলে আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কাজ করা বেসরকারি সংস্থা ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলার টিম লিডার ও স্বেচ্ছাসেবকরা অংশ গ্রহণ করেন।

সোমবার সকালে সংস্থার রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার আল হক। এতে বিশেষ অতিথি হিসেবে কোম্পানি সেক্রেটারি আবুল বাশার, উদ্যোক্তা এডভোকেট শ্রীজ্ঞানী চাকমা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।

ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস এর চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় ওয়েল ফেয়ারের এডমিন ডিপার্টমেন্টের ম্যানেজার রিদওয়ানুল হক বিগত মাসের রিপোর্ট উপস্থাপন করেন এবং প্রোগাম অফিসার ইশতিয়াক আহাম্মেদ, জয়া চাকমা, রাঙামাটি সদর উপজেলার টিম লিডার খোকন চাকমা ও জুরাছড়ি উপজেলার টিম লিডার মিতা চাকমা মাঠ পর্যায়ের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার জয়া চাকমা।

সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ওয়েল ফেয়ার ফ্যামিলি সহায়ক ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এসডিপি এবং এসইডিপি কর্মসূচি দুটি স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে কার্যকর কর্মসূচি। কাজেই আমরা আন্তরিকভাবে কাজ করতে পারলে প্রধানমন্ত্রীর স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে।