ওয়াদুদ ভূঁইয়ার বাড়ীতে হামলায় দীপেন দেওয়ানের নিন্দা

612

॥ স্টাফ রিপোর্টার ॥
সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বাড়ীতে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

শনিবার সংবাদ মাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন- জানা যায় যে আজ শনিবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে জেলা বিএনপির সভাপতি, সাবেক এম পি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। আমি ওয়াদুদ ভূঁইয়ার বাড়ীতে এহেন অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অতিদ্রুত আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি।