ওয়াপদা কলোনির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান রোমান

765

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়াপদা কলোনিতে অগিন্কান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে ব্যাক্তিগত পক্ষ থেকে গ্যাসের চুলা ও সিলিন্ডার বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।

শনিবার বিকেলে উপজেলা চেয়ারম্যান রোমান নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে গ্যাসের চুলা ও সিলিন্ডার তুলে দেন।

এসময় ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা অপু, ছাত্রলীগ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে তিনি বলেন, ওয়াপদা কলোনিতে অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় তাই আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছি। অতীতে রাঙামাটিতে ঘটে যাওয়া দুর্যোগে আমি জনসাধারণের পাশে ছিলাম আগামীতেও এ ধারা অব্যাহত রাখব।