ওয়েলফেয়ার ফ্যামিলির উদ্যোগে পাহাড়ের দুই হাজার পরিবারে শীতবস্ত্র বিতরণ

142

॥ ইকবাল হোসেন ॥

পার্বত্য চট্টগ্রামে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ’র উদ্যোগে শীতার্তদের জন্য দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রাঙামাটি শহরে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিদের মাধ্যমে এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আল হক। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েল ফেয়ার টেকনোলজি সার্ভিসের চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী, রাঙামাটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মনসুর আহম্মেদ, সাংবাদিক মোঃ সোলায়মান ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আবদুল কাদের। এ সময় প্রতিষ্ঠানটি বিভিন্ন পর্যায়ে কাজ করা কর্মকর্তা ও সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আনোয়ার আল হক- বলেন অসহায় ও নি¤œ আয়ের মানুষের পাশে দাঁড়ানোর মিশন নিয়ে ওয়েলফেয়ার বাংলাদেশ প্রাথমিকভাবে তিন পার্বত্য জেলায় কাজ করছে। আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগীতায় দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন রূপকল্প ও এসইডিপি বাস্তবায়নে আগামী ১৫ বছর কাজ করবো। তারই অংশ হিসেবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় এ বছর পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়ে, যার প্রথম পর্যায়ে আজ দুই হাজার শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। দু’ই জেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের মাধ্যমে এসব শীতবস্ত্র দরিদ্র জনগোষ্ঠীর মানুষ তথা ওয়েলফেয়ারের কমিউনিটি মেম্বারদের মাঝে প্রেরণ করা হচ্ছে। এ সময় তিনি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বৃত্তবানদের আহ্বান জানান। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এই সংস্থার কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।