কঠোর লকডাউন মেনে চলতে নানিয়ারচরে প্রশাসনের জরিমানা

349

।।নানিয়ারচর প্রতিনিধি।।

কঠোর লকডাউন বাস্তবায়ন নিশ্চিত করতে এবং করোনায় সতর্কতামূলক অভিযান অব্যাহত রেখেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার পুরাতন বাজার, ইসলামপুর মধ্যপাড়া ও বউ বাজার এলাকায় সচেতনতামূলক অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

উপজেলা সূত্রে জানা যায়, ২জন পথচারীকে ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২শত টাকা অর্থদণ্ড আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জনসাধারণের মাঝে মাস্ক পরিধান, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকা ও করোনা সচেতনতায় মাইকিং প্রচারণা চালায় উপজেলা প্রশাসন। সূত্রটি আরো জানায়, লকডাউনে জনসাধারণকে সচেতন করতে সামান্য অর্থ জরিমানা আদায় করা হচ্ছে।

যাতে করে করোনা প্রাদুর্ভাব থেকে স্থানীয় জনগণকে রক্ষা করা যায়। এসময় নানিয়ারচর থানার এএসআই আলমগিরসহ পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।