॥ স্টাফ রিপোর্টার ॥
দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমির মাতা মিসেস্ কবিতা ত্রিপুরার অকাল মৃত্যুতে “স্মরণ সভা” করেছে ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙামাটি জেলা শাখা।
২৯ নভেম্বর রোববার বিকেলে সোসাইটির তবলছড়িস্থ রংধনু মার্কেটের (৪তলা) দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনে’র প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী’র সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক অশ্রু মুৎসুদ্দী মনির সঞ্চালনায় পরিচালিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “দৈনিক রাঙামাটি” পত্রিকার প্রকাশক মোঃ জাহাঙ্গীর কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার মানবাধিকার কর্মী লোমা লুসাই।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বিমল কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রবীন্দ্র নাথ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম চানমিয়া, প্রচার সম্পাদক স্বরূপ মুৎসুদ্দী, তথ্য ও গবেষণা সম্পাদক দেবাশীষ পালিত রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভুট্টো, কার্যকরী সদস্য নিরোধ শীল প্রমূখ।
স্মরণ সভায় বক্তাগণ বলেন- প্রয়াত কবিতা ত্রিপুরা ছিলেন একজন আর্তমানবতার সেবা সম্পন্ন এক নারী। তিনি ছিলেন একজন পরোপকারী ব্যাক্তিত্বের অধিকারীনি যার সকল গুণ অত্র সোসাইটির অতিরিক্ত সম্পাদক সুফিয়া কামাল ঝিমির মধ্যে বিদ্যমান।
সভার শুরুতে প্রয়াত কবিতা ত্রিপুরার আত্মার সৎগতি কামনা করে সভায় সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।