স্টাফরিপোর্ট- ২০ জুন ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি): আজ ২০ জুন ২০১৮ বাংলাদেশ মহিলা পরিষদ পালন করেছে নারীমুক্তি, মানবমুক্তি এবং গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের ১০৭তম জন্মবার্ষিকী। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আগামী ২৭ জুন, ২০১৮, বুধবার বিকাল ৩টায় বাংলাদেশ মহিলা পরিষদের সুুফিয়া কামাল ভবন মিলনায়তনে সুফিয়া কামাল স্মারক বক্তৃতা, সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় ‘‘নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনে সামাজিক শক্তির ভূমিকা ও কবি সুফিয়া কামাল’’ শীর্ষক স্মারকবক্তৃতা প্রদান করবেন সাংবাদিক, কলামিস্ট লেখক সৈয়দ আবুল মকসুদ। কবি সুফিয়া কামাল সম্মাননা প্রদান করা হবে নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ আন্দোলনে তৃণমূলে ভূমিকা রেখে চলছেন এমন দু’জন পুরুষ ব্যক্তিত্বকে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন লাইসা আহম্মেদ লিসা, জান্নাত এ ফেরদৌস লাকী, মাহফুজা আক্তার রুমী এবং মাধবী বণিক ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।