॥ স্টাফ রিপোর্টার ॥
সাবেক পৌর কমিশনার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৃহত্তর রিজার্ভ বাজার ওয়ার্ডের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইউনুস এর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, সেক্রেটারী মো: মনছুরুল হক ও ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, ইউনুছ কমিশনার ছিলেন একজন সত্য সন্ধানী প্রতিবাদি মানুষ। তিনি আজীবন রাঙামাটির সমাজ উন্নয়ন এবং দরিদ্র পিড়ীত মানুষের অধিকার আদায়ে নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। পাশাপাশি ৮০ এর দশক হতে জামায়াতের রাজনীতিতে জড়িত হওয়ার পর থেকে তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত ও সক্রিয় ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার নির্বাচিত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ইসলামপুর শরিয়তপুর নামে দু’টি নতুন জনবসতি গড়ে তোলার বিষয়ে সক্রিয় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই দুটি জনবসতি গড়ার মধ্য দিয়ে তিনি পর্যটন শহর রাঙামাটিকে বস্তিমুক্ত করার এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে রাঙামাটি বাসী একজন সত্যিকারের নিঃস্বার্থ সমাজ সেবক ও বন্ধু হারারো। এ শূণ্যস্থান পুরন হবার নয়।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার রেখে যাওয়া পরিবার পরিজন, আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত, ইউনুস কমিশনার রোববার (৩১ আগস্ট) সকাল ৮টায় রাঙামাটিস্থ তার নিজ বাস ভবনে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন) মুত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, ১ ভাই ও ৩ বোনসহ বহু আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। রোববার সকাল ১১টায় বায়তুশশরফ মাঠে তার নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।