কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রশিক্ষণ পেলো রাঙামাটির তরুণরা

354

॥ গোলাম মোস্তফা ॥
রাঙামাটির সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “রাঙামাটি আইটি সফটওয়্যার ইন্সটিটিউট” এর উদ্যোগে এবং সামাজিক সংগঠন স্যালভেশন বিডি’র সহযোগিতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত পিওর আইটি ট্রেইনিং ইন্সটিটিউট’র সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী “কম্পিউটার হার্ডওয়্যার এ্যান্ড সফটওয়্যার ওয়ার্কশপ-২০২০” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উক্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া কামাল ঝিমি, স্যালভেশন বিডির সিনিয়র এ্যাডভাইজর মোঃ হাসমত আলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন “রাঙামাটি আইটি সফটওয়্যার ইন্সটিটিউট” এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং পিওর আইটি ট্রেইনিং ইন্সটিটিউট’র পরিচালক মো. আল মামুন ভূঁইয়া, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং পরিচালক মো. আইয়ুব ভূইঁয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিওর আইটি’র গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক সীমা ত্রিপুরা।

এতে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান বলেন, রাঙামাটিতে সফটওয়্যার প্রতিষ্ঠান গড়ে তোলা একটি অসাধারণ উদ্যোগ এবং পার্বত্যঞ্চলে বেকারত্ব দূরীকরণে এই সফটওয়্যার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি তরুণদের এরূপ কর্মশালার আয়োজন এবং উদ্যোক্তা হিসেবে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং যেকোনো সহযোগিতায় স্যালভেশন বিডি’র পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

এছাড়াও দিনব্যাপী “কম্পিউটার হার্ডওয়্যার এ্যান্ড সফটওয়্যার ওয়ার্কশপ” পরিচালনা করেন পিওর আইটি ট্রেইনিং ইন্সটিটিউট’র সিনিয়র হার্ডওয়্যার এ্যান্ড সফটওয়্যার ইন্সট্রাক্টর মো. তৌহিদুর রহমান ফুরকান। এতে প্রফেশনাল সিভি রাইটিং ও প্রফেশনাল ই-মেইল ড্রাফটিং’র কাজ শেখানো হয়।

অপরদিকে ওয়ার্কশপ শেষে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রণ জ্যোতি চাকমা।

এসময় তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটার দক্ষতার কোনো বিকল্প নেই এবং তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি প্রোগ্রামিং এবং সফটওয়্যার রিলেটেড কাজগুলো শেখার চেষ্টা করবা। তিনি “রাঙামাটি আইটি সফটওয়্যার ইন্সটিটিউট” এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।