করোনার ছোঁবলে বিপর্যস্ত রাঙামাটির পর্যটন খাত ব্যবসায়ীদের মাথায় হাত

426

॥ রাঙামাটি রিপোর্ট ॥

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত দুই মওসুম ব্যবসা না হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে রূপের রাণী রাঙামাটির পর্যটন খাত। কোটি কোটি টাকা লগ্নি করা বিলাস বহুল হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে কয়েক হাজার টাকা বিনিয়োগ করা বোট মালিক, কুটির শিল্পপণ্য ব্যবসায়ী এমনকি ফেরিওয়ালারাও চরম ক্ষতির মুখে পড়েছে। বড় ব্যবসায়ীরা বড় ক্ষতিতে থাকলেও তাদের জীবন চলছে বিকল্প ব্যবস্থায়। কিন্তু প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন ঋণের ভারে জর্জরিত, অনেকেই বেছে নিয়েছে অন্য পেশা। আর মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা পড়েছে সবচেয়ে বিপাকে। তারা না পারছে অন্য পেশায় যেতে আর না পারছে এই ব্যবসা ধরে রাখতে। আগামী দিনের সময় পার করার জন্য তারা পর্যটন খাতে সরকারি সহায়তার দাবি তুলেছেন।

দেশে দ্বিতীয়বারের মতো করোনার (কোভিট-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার চলতি বছরের ৩১মার্চ থেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করলে সরকারের নির্দেশ মেনে রাঙামাটিতেও পর্যটকদের আগমন বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

প্রায় তিন মাস জেলায় পর্যটক না আসায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যেন কপাল পুড়েছে। নেমে এসেছে অর্থনৈতিক ধস। ঋণ, কর্মচারীদের বেতন, ভাড়া, সরকারি কর সবমিলে তারা দিশেহারা। ছোট-ছোট অনেক পর্যটন ব্যবসায়ী এ খাত থেকে ব্যবসা গুঁটিয়ে নিয়েছে। । বড় ব্যবসায়ীরা অংক কষছেন তারা ভবিষ্যতে এ শিল্পকে কি ভাবে চালিয়ে নিয়ে যাবেন।

পাহাড়ি জেলা রাঙামাটিতে কাঠ-মাছ ও ঠিকাদারী ব্যবসার পর পর্যটন খাত তৃতীয় অর্থনৈতিক খাত। প্রকৃতির শহর রাঙামাটির পর্যটন শিল্পের জন্য দেশে আলাদা ভাবে গুরুত্ব রয়েছে। সারা বছর এখানে ভ্রমণ পিপাসুদের ভিড় লেগে থাকে। তবে বিশেষ দিবস যেমন- বিজু-সাংগ্রাই তথা পহেলা বৈশাখ, ঈদ এবং শীতের মৌসুমে পর্যটকের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেড়ে যায়। ব্যবসায়ীরা মূলত এ সময়টাতে কয়েক কোটি আয় করে তাদের পকেটে ভরে। কিন্তু করোনার কারণে এ বিশেষ দিনগুলোতে পর্যটন স্পটগুলো বন্ধ রয়েছে।
পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কথা বলে জানা গেছে, তারা প্রতিদিন কয়েক লাখ টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে কেউ কেউ। আর আয় বন্ধ থাকায় তাদের লোকসানের পাল্লা দিনদিন ভারী হচ্ছে। গত বছরও করোনোর কারণে দীর্ঘ চারমাস পর্যটন ব্যবসা বন্ধ থাকায় কয়েক কোটি টাকা লোকসান গুনছে হয়েছে। বেশিরভাগ ব্যবসায়ীকে পড়তে হয়েছে ঋণের কবলে। অনেক ব্যবসায়ী ব্যবসা গুঁটিয়ে নিয়েছেন। ঋণের বোঝা ভারী হওয়ায় কপালে চিন্তার ভাজ পড়েছে।

তারা জানায়, গত বছর চারমাস পর্যটক না আসায় আমরা যে ক্ষতির সন্মুখীন হয়েছিলাম; চলতি বছরে পর্যটকদের আগমনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আমরা ভেবেছিলাম এইবার হয়তো ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া যাবে। কিন্তু বিধিবাম; করোনা আবারো হানা দেওয়ায় সরকার পর্যটক ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করে। যে কারণে তারা মহাসংকটে পড়ে গেছে বলে মত ব্যক্ত করেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ বলেন, আমরা প্রতি মৌসুমে কয়েক লাখ টাকা আয় করি। কিন্তু করোনার কারণে আমরা কয়েকটি মৌসুম সেই আয় থেকে বঞ্চিত হয়েছি।

তিনি আরও বলেন, গত বছর পর্যটক না আসায় আমরা অর্ধকোটি টাকা আয় করতে পারেনি। তারপরও পর্যটন ব্যবসায়ীরা করোনাকালীন বন্ধের সময়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে এ বছর আয় করার জন্য তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সৌন্দর্যবর্ধন এবং সংস্কার কাজে কোটি টাকা খরচ করেছে। কিন্তু করোনার নতুন ঢেউয়ে সরকারের পক্ষ থেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারী হলে ব্যবসায়ীদের কপাল পুড়েছে। ব্যবসায়ীরা বর্তমানে সর্বশান্ত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন কটেজ মালিক সমিতির এ নেতা।

রাঙামাটি হোটেল মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন সেলিম জানান, আমরা গত বছরও কয়েক কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়েছি। এইবার আশা করেছিলাম ক্ষতি কিছুটা পুষিয়ে নিবো। কিন্তু সব শেষ। ঋণের বোঝা, কর্মচারীদের বেতন সবমিলে আমাদের মাথায় বাজ পড়েছে।

তিনি আরও জানান, আমরা সরকারি কোন প্রণোদনা পায়নি। সরকারি করের টাকা পরিশোধ করতে হবে। নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানে যে পুঁজি বিনিয়োগ করা হয়েছে তা জলে গেছে। কি করবো জানি না।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, রাঙামাটির গুরুত্বপূর্ণ অথনৈতিক চালিকা শক্তি হলো পর্যটন ব্যবসা। বিগত বছর এবং এছর সব মিলে আমরা এক কোটি টাকার অধিক ক্ষতির সন্মুখীন হয়েছি। আর কিছুদিন চলতে থাকলে আমরা কোটি টাকা আয় থেকে বঞ্চিত হবো। সরকারের রাজস্ব থাকবে শূণ্য।

ব্যবসায়ীরা পর্যটন ব্যবসার ধারাবাহিকতা ধরে রাখতে সকল পর্যায়ের ব্যবসায়ীদের জন্য শ্রেণিভেদে এককালীন সহায়তা, ঋণ এবং ভর্তুকি প্রদানের দাবি জানিয়েছেন।