করোনায় মৃত ও ক্যান্সার চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন ইউএনও

373

।। মাহাদী বিন সুলতান ।।

করোনা আক্রান্ত হয়ে মৃতের পরিবার ও ক্যান্সার আক্রাত ২জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুধবার সকালে নিজ কার্যালয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের মাকে ১০হাজার টাকা এবং ক্যান্সারে আক্রান্ত ২রোগীর চিকিৎসায় ১৫হাজার করে ৩০টাকা সহায়তা করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনায় মৃত বুড়িঘাট ইউনিয়নের ৯নং টিলা এলাকার মোঃ রমজান আলী (সাগর) এর মাকে প্রধাণমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১০হাজার, নানিয়ারচর ইউনিয়নের বিহারপাড়া এলাকার নিরব দাশ টিটুর ভাগ্নি ব্লাড ক্যান্সার আক্রান্ত প্রিমা আচার্যের চিকিৎসায় ১৫হাজার এবং গোলসাছড়ি এলাকার লিভার ক্যান্সারে আক্রান্ত অমলেন্দু চাকমার স্ত্রী কল্পনা চাকমাকে ১৫টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম হাওলাদার, মৎস বিভাগের সহকারী কৃতিরাজ খীসা (ঝিনুক) ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।