করোনা প্রতিরোধে নানিয়ারচর বাজার ব্যবসায়ীদের মতবিনিময় সভা

476

।। মাহাদী বিন সুলতান ।।

নানিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে করোনা পরিস্থিতি (২য় ঢেউ) মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২রা এপ্রিল) সকালে নানিয়ারচর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)।

বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ পূর্বক বক্তব্যে বক্তারা বলেন, সম্প্রতি করোনার পরিস্থিতি আবারও ভয়াবহ মোড় নিতে যাচ্ছে। নানিয়ারচর কে করোনার ঢেউ থেকে বাচাঁতে ব্যবসায়ীদেরকে ভূমিকা রাখতে হবে। মাস্ক পরিধান ছাড়া কেউ ব্যবসা করা যাবেনা এবং মাস্ক পরিধান ছাড়া কাউকে সেবা প্রদান করা হবে না।

এসময় বক্তারা আরো জানান, অদৃশ্য ও অশুভ এক শক্তির প্রভাবে দীর্ঘদিন নানিয়ারচর বাজার বন্ধ ছিল। সম্প্রতি নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান এর ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় বাজার চালু হওয়ায় ব্যবসায়ীরা ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মাবুদ হাসান বলেন, আমি নানিয়ারচর আসার পর থেকেই দেখেছি আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। আপনাদের সহযোগিতায়ই পূণরায় বাজার চালু হয়েছে। এবং তা আপনাদেরকেই ধরে রাখতে হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশ অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করতে যাচ্ছে। এসব আপনাদের উন্নয়নশীল মনোভাব ও আন্তরিকতায় সম্ভব হয়েছে। উন্নয়নের এই চলমান পক্রিয়া কে বাধাগ্রস্থ করা যাবেনা।

তিনি আরো বলেন, কোভিড-১৯ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজ থেকে সতর্কতাই পারে করোনার প্রভাব থেকে বাচাঁতে। বাজার চালু হওয়ার ফলে কোভিড আক্রান্তের সম্ভাবনা বেড়ে গেল। সুতারং আপনারা ব্যবসায়ীগণ সতর্ক হবেন। নিজেরা মাস্ক পরবেন। বাজারে ক্রয় করতে আসা ক্রেতাদের মাস্ক পরিধান করতে হবে। যাদের মাস্ক নেই, সেনাবাহিনীর বিভিন্ন পয়েন্টে আমি মাস্কের ব্যবস্থা করে দিব। আপনারা মাস্ক সংগ্রহ করে নিবেন। নানিয়ারচর জোন সবসময় আপনাদের পাশে আছে।