করোনা মোকাবেলায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

611

॥ ইকবাল হোসেন ॥

বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন (২০ বীর) এর আয়োজনে রাঙামাটি শহরের গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটি শহরের কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং রাঙামাটি সদর জোনের সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।

ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেকটি পরিবারকে (তাজা ও শুকনা রশদ চাউল, ডাল, তৈল, আটা, চিনি, ছোলা এবং লবন ইত্যাদি প্রদান করা হয়)। এসময় রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুজ্জামান, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন নাজমুছ ছাকিব সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।