করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে কাপ্তাই উপজেলা প্রশাসন

423

॥ অর্ণব মল্লিক, কাপ্তাই ॥

কাপ্তাইয়ে করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিনিয়ত চলছে অভিযান। শুক্রবার কাপ্তাইয়ের শিলছড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় সংক্রমণ নির্মূল ও প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী মাস্কবিহীন পর্যটকবাহী একটি মিনি ট্রাককে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা এবং ২ মোটরসাইকেল আরোহীকে ২’শ টাকা অর্থদন্ড দেওয়া হয়।