॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন (একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান) রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাসের ২য় ধাক্কা থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি শহরের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পূর্বে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (০২ এপ্রিল) সংগঠনটির সদস্যরা রিজার্ভ বাজার জামে মসজি, বনরূপা জামে মসজিদ, শান্তিনগর জামে মসজিদ ও কাঠালতলী জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাঙামাটি পৌরসভা প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশনের শুভাকাঙ্খী মোঃ জাবেদ উদ্দিন, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন মুন্না, সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সৈকত আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল রহমান, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সহ-অর্থ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মেহেরাফ হোসেন ইমন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান পিয়াস, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ওমর মোরশেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক হোসাইন, সাহিত্য, সাংস্কৃতি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোঃ রবিউল, আইন বিষয়ক সম্পাদক মোঃ আরমান হোসেন আইয়ান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শ্রীকান চন্দ, গ্রন্থাগার ও পাঠাগার বিষয়ক সম্পাদক ইমরান হোসেন জনি, রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ তারেক হোসেন রায়হান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ন কবির শফিক, দূর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আমান উল্লাহ হৃদয়, নির্বাহী সদস্য মোঃ তারেক হোসাইন মাহিম, মোঃ নুরজ্জামান রাজু, মোঃ জাবেদ হোসেন মুন্না, মোঃ আনোয়ার হোসেন কায়সার, মোঃ কামরুল হাসান রানা, মোঃ মুরাদ হোসেন, মোঃ আল আমিন, মোঃ হাসান, মোঃ মহিন, মোঃ গিয়াস উদ্দিন রানা, মোঃ সাইফুল ইসলাম ইমন, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাদমান আহমেদ তামিম, সিনিয়র সদস্য মোঃ নেওয়াজ শরীফ, সদস্য মোঃ শাকিল চৌধুরী, মোঃ মিরাজ, মোঃ ইসমাইল, মোঃ নাঈমুল ইসলাম প্রমূখ।
এবিষয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়- করোনা ভাইরাস নামক মহামারী রোগটির কবল থেকে নিজেকে ও নিজেদের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য সচেতনতা অবলম্বন করতে হবে। বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। ঘন ঘন সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড সময় পর্যন্ত দুই হাত ভালো করে ধৌত করতে হবে। নিয়মিত মাস্ক পরিধান করতে হবে। ইনশাআল্লাহ, সকলের সচেতনতার মাধ্যমে আমরা কোভিড-১৯ এর ২য় ধাক্কা মোকাবেলা করতে সক্ষম হবো।