॥ ফাতেমা রেশমি ॥
‘করোনা থেকে নিজে বাঁচুন- জাতিকে বাঁচান’ এই শ্লোগানে রাঙামাটি শহরে সামাজিক দূরত্ব নিশ্চেতে জনসচেতনতামুলক অভিযান পরিচালনা করছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন এবং সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার।
রোববার থেকে পরিচালিত এ অভিযানে জনসচেতনতামূলক মাইকিং ছাড়াও যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ এবং মাস্ক পরিধানের জন্য উদ্ভুদ্ধ করা হয়। এতে অংশ নেয় রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান এবং সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার।
এসময় তারা শহরের বিভিন্ন অলিতে-গলিতে পথে পথে মাইকিং করার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলা, বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া থেকে বিরত থেকে নিজে ও নিজের পরিবার পরিজনকে করোনা ভাইরাস নামক মহামারি রোগটির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা অবলম্বন করার আহ্বান জানান।