॥ মো.রাকিবুর রহমান ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো.এমদাদুল হক।
শুক্রবার (২৫ নভেম্বর) তিনি কর্ণফুলী পেপার মিল পরিদর্শন এলে ফুলেল শুভেচ্ছা জানান কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার,কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ও কেপিএম সিবিএ নেতৃবৃন্দ।
পরে বিসিআইসি চেয়ারম্যান শাহ মো.ইমদাদুল হক কেপিএম গেস্ট হাউজে বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে মিলের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় মিলের বিদায়ী এমডি প্রকৌশলী সুদীপ মজুমদারসহ মিলের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।