কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

388

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যে কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডোর কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জাহেদুল হক। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান’র সভাপতিত্বে কলেজের বাংলা বিভাগের প্রভাষক পলাশ মুৎসুদ্দী ও ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কর্ণফুলী সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আজিম উদ্দীন, বিদায়ী সিনিয়র প্রভাষক সুলতানা রাজিয়া, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মামুন প্রমূখ। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি প্রফেসর মোঃ জাহেদুল হক কর্ণফুলী সরকারি কলেজের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি কলেজের বঙ্গবন্ধু কর্ণার, লাইব্রেরী, মাল্টিমিডিয়া রুম এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এসময় কর্ণফুলী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সিনিয়র প্রভাষক সুলাতানা রাজিয়াকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। কর্ণফুলী সরকারি কলেজের সুন্দর আয়োজনের প্রশংসা করে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। তাই শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে নিজেদের জীবন গড়ে তুলতে হবে। এছাড়া অতিথিরা আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের উপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য দেন।