কর্ণফূলী পেপার মিলের সিবিএ সভাপতি সম্পাদক জেলে

311

॥ স্টাফ রিপোর্টার ॥

প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় রাঙামাটির চন্দ্রঘোনাস্থ কর্ণফূলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) এর সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

উক্ত মামলায় দন্ডবিধি ৩৩১ ও ৩৮৬ জামিন অযোগ্য ধারা থাকায় বুধবার রাঙামাটির চীফ জুডিসিয়াল আদালতের বিচারক মোঃ ফারুক আসামীদের জামিন না মঞ্জুর করে সি-ডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন। মামলায় আসামীদের পক্ষে রাঙামাটি বারের সভাপতি সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মোখতার আহমেদ, অ্যাডভোকেট ফরহাদ চৌধুরীসহ আরো বেশ কয়েকজন আইনজীবি উপস্থিত ছিলেন।

মামলার বাদী ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের কেপিএম হাউজিং কলোনীর ৬নং লাইনের বসবাসকারী এস এম ইমরান হাসান। তাঁর পিতার নাম মোঃ দাউদ আলী। ইমরান হাসান কেপিএম মিলে কর্মরত আছেন এবং তিনি কেপিএম ওয়ার্কাস ইউনিয়ন এর সাধারণ সম্পাদক। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস (কেপিএম) লিমিটেডের সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু এর বিরুদ্ধে গত ২৩ মে রাঙামাটি চীফ জুডিসিয়াল আদালতে মামলাটি দায়ের করা হয়েছিলো জানান তাদের কৌশলিরা। এই মামলায় আসামীদ্বয় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলো। চলতি মাসের ১২ তারিখ নিন্ম আদালতে আত্মসমর্পনের দিন তারিখ ধায্য ছিলো।

গত ৬ই জুলাই সিবিএ সভাপতি, সাধারণ সম্পাদক আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। সেসময় আদালত বিষয়টি শুনানীর জন্য ১৩ই জুলাই(বুধবার) দিন ধার্য্য করেন। তারই ধারাবাহিকতায় বুধবার আসামীরা রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক এর আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন।