কাঁঠালতলীর অগ্নিদুর্গতদের মাঝে কাঠ ব্যবসায়ী সমিতির নগদ অর্থ প্রদান

389

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পৌর এলাকার কাঁঠালতলীর মসজিদ কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করে সহযোগিতা করেছে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। মঙ্গলবার (০৯ মার্চ ২০২১খ্রিঃ) সকাল ১১টায় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত পরিষদের উদ্যোগে ও অর্থায়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সভাপতি হাজী মো: আজম খান চৌধুরী ও সাধারণ সম্পাদক শাওন ফরিদ উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন।

রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, এসময় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সহ-সাধারন সম্পাদক হাজী মো: বখতেয়ার হোসেন মুরাদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মো: শহীদুল্লাহ কাজল, সমাজ সেবা ও উন্নয়ন সম্পাদক মো: লোকমান হাকিম হীরা, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো: নুরুল ইসলাম ও অত্র সমিতির কার্যকরি পরিষদের সদস্য মোঃ আরফান আলী, মোঃ আলমগীরসহ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।