॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির কাঁঠালতলী নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হাসেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সভাপতি আলহাজ্ব জসিম উদ্দীন, বায়তুল করিম মাদ্রাসার পরিচালক মাওলানা গাজী শহিদুল্লাহ।
এসময় অতিথিরা মাদ্রাসার বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।