কাউখালীতে ‘আল হেরা’ নামে মহিলা মাদ্রাসার যাত্রা শুরু

231

॥ কাউখালী প্রতিনিধি ॥

নারীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কাউখালী উপজেলা সদরে টিএন্ডটি এলাকায় ‘আল-হেরা মহিলা মাদ্রাসা’ নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় মাদ্রসার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাজি সিরাজ উদ্দিন কাউসার। এতে অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ পারভেজ আলী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব (সাবেক মেম্বার),

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুরা কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহিম। অনুষ্টান অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মুছা,মাওলানা আবুল হোসেন, মাওলানা মুহাম্মদ ছানা উল্লাহ, মাওলানা মোঃ ইউসুফ, মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা আব্দুল আজিজ। এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবকমোঃ বশির মিয়া ( লিডার), আব্দুর রহমান কালুু,মাওলানা জামাল উদ্দিন, আক্তার হোসেন আর্মি, মাওলানা মহিুউদ্দিন,মাওলানা সায়েম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন সহ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত মেহমান গন সুশীল সমাজের প্রতি নিধি বৃন্দ এবং নবাগত ছাত্রী বৃন্দ।

উল্লেখ্য যে, গত শনিবার ( ১০ ডিসেম্বর /২০২২) সকাল ১০ টায় উপজেলা সদর টিএনটি এলাকায় নারীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কাউখালী উপজেলার বিভিন্ন ওলামায়ে কেরাম গন ও এলাকার সর্বস্তরের মুসলমান গনের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় নতুন কাউখালী আল- হেরা মহিলা মাদ্রাসার ( ৬ষ্ঠ – ৯ম শ্রেনী পর্যন্ত) কার্যক্রম শুরু হয়।