॥ কাউখালী প্রতিনিধি ॥
বে- সরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ( ইপসা) র সমৃদ্ধি কর্মসূচির আওতায় কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার মাঝি পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্পন্ন করা হয়।
দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান নাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন লিডার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম অভি, নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ মাইন উদ্দিন, নাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন কুমার বৈষ্ণব, মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোস্তফা কামাল মহিম, ইপসা সমৃদ্ধি কর্মসূচির সমম্বয়কারী ( এরিয়া ম্যানেজার)মোঃ আব্দুল গফুর, ইপসা কাউখালী অফিসের শাখা ব্যাবস্থাপক মোঃ মাইন উদ্দিন, ইপসা সমাজ উন্নয়ন কর্মকর্তা জ্ঞানেন্দু বিকাস খীসা,ইপসা সুপারভাইজার মোঃ আব্দুল কাদের, ইপসা সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মোছাঃ রিমা আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা মনিকা চাকমা সহ ইপসা সমৃদ্ধি কর্মসূচির সকল স্বাস্থ্য পরিদর্শক গন এবং শিক্ষক সহায়ক বৃন্দসহ মাঝি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও স্থানীয় যুবক যুবতী এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ স্থানীয় জনসাধারণ বৃন্দ।
পরে আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি কতৃক পুরষ্কার তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানান।