কাউখালীতে ঈদে মিলাদুন্নবী ঘিরে মাহফিল ও মিলাদ

359

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী বেতছড়ি আহলে সুন্নাত ওয়াল জামাত ও এলাকা বাসির যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আজিমুশশান এক মিলাদ মাহফিল গতকাল শনিবার সন্ধ্যায় বেতছড়ি ছিদ্দিক-ই-আকবর (রা.) দাখিল মাদ্রাসা প্রাংগনে অনুষ্টিত হয়।

মিলাদ মাহফিলত্তোর এক আলোচনা সভা বেতছড়ি জামে মসজিদ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার,আওয়ামীলীগ উপজেলা শাখার সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন,বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ঠিকাদার মো. মনির উদ্দিন, বেতছড়ি সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সামাদ সরকার, যুবলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. নাজিম উদ্দিন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক, মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক মো. ইব্রাহীম,মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মো.আকতার হোসেন,ুযবলীগ ঘাগড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আমির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ সওদাগর,সমাজ সেবক মো. সামশুদ্দিন,সমাজ সেবক আবুল হাশেম, সভায় সন্চালনায় ছিলেন মো. রাসেল সিকদার রাজু। পরে আলোচনা সভা শেষে এক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। প্রধান ওয়ায়েজ ছিলেন ঢাকা পোস্তগোলা মসজিদ-ই- আল আমিন ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ফুয়াদ রেজা ফারুকী। বিশেষ ওয়ায়েজ ছিলেন বেতছড়ি জামে মসজিদ খতিব হযরত মাওলানা মো. ইছহাক, উত্তর বেতছড়ি ত্রিপুরার দিগী আব্দুল কাদের জিলানী জামে মসজিদ খতিব হযরত মাওলানা নুরুল আলম,মাওলানা মো. হাসান মাহমুদ, হাসান আল কাদেরী সহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লী এবং পাশর্^বর্তী উপজেলার ধর্মপ্রাণ মুসুল্লীগন। পরে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির মঙল কামনায় দোয়া করা হয় এবং তবরুক বিতরণ করা হয়।