কাউখালীতে একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

489

॥ মোঃ ওমর ফারুক ॥
বাংলাদেশ আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখা ও সহযোগি সংঘঠনের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা রোববার বিকাল ৩টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।

এ সময় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অং প্রু মারমা, ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দিন, আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক ক্যাসিংমং মারমা,যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন সাহা, প্রফেসর সুইবাইউ রোয়াজা, যুবলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,মোঃ শরীফ মেম্বার সহ আরো অনেকে।