কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালন

597

॥ কাউখালী প্রতিনিধি ॥
“মুজিব বর্ষের মুল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র”এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ পুলিশ কাউখালী থানার আয়োজনে শনিবার কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানমালা উপজেলা মিলনায়তনে পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপলক্ষে কাউখালী থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সংঘঠনের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদিক্ষিণ করেন। র‌্যালীত্তোর এক আলোচনা সভা কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন,কাউখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম,বেতবুনিয়া পুলিশ ফাঁঁিড়র ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ বাহার মিয়া, উপজেলা মানবাধিকার কমিটির সভাপতি মোঃ আবুল হাসেম ভুইয়া।

এসময় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বেতবুনিয়া মডেল ইউপি’র মহিলা মেম্বার শাহানাজ আক্তার, আ’লীগ কলমপতি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ঈমাম উদ্দিন,আ’লীগ নেতা মোঃ দেলোযার লিডার, আ’লীগ নেতা মোঃ শাহাজান মিয়া,উপজেলা নিসচা’র সভাপতি মোঃ আবসার হোসেন সহ আরো অনেকে। সন্চালানায় ছিলেন যুবলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান সরকার কমিউনিটি পুলিশিং এর জোর দিয়েছেন। জনতাই পুলিশ পুলিশই জনতা এই মুলমন্ত্র নিয়ে বর্তমান পুলিশ বিভাগ তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন্। আইন শৃংখলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করাই জনগনের কাজ। ঝনগনের জান মালের নিরাপত্তার দায়িত্ব যদিওবা পুলিশের কিন্তু পুলিশের কাজে জনগনকে সহযোগিতা করতে হবে। বক্তারা আরো বলেন বর্তমান সরকার মাদক নির্মুল,বাল্য বিবাহ, ইভটিজিং, ধর্ষন,নারী নির্যাতন বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে বক্তারা আলোচনা সভায় তাদের মতামত ব্যাক্ত করেন।