॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরীদের মাঝে পুণঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেমবার) উপজেলা প্রশাসন এবং কাউখালী উপজেলা কিশোর বান্ধব স্বাস্থ্য সেবা সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরিয়া। বিশেষ অতিথি ছিলেন, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, প্রকল্পের লবি অফিসার ওহিন সুই রোয়াজা, প্রোগ্রাম অফিসার কাম ট্রেইনার নিঝুম চাকমা এবং ফ্যাসিলিটেটর ডলিকা চাকমা, বিউটি চাকমা, ম্যামাচিং চৌধুরী প্রশিক্ষণটি পরিচালনা করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরিয়া বলেন, জলবায়ু পরিবর্তন একটি গুরুতর সমস্যা এবং পলিথিনের নিষ্পত্তি পরিবেশবান্ধব নয়।
তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ স্কুলগামী মেয়েরা পুনঃব্যবহারযোগ্য প্যাড প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে সচেতনতা ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এটি শুধুমাত্র সাশ্রয়ীই নয়, পরিবেশ বান্ধবও।
এসময় (উইভ-ওএলএইচএফ) উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট এবং (আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ) প্রকল্পের লবি অফিসার ওহিন সুই রোয়াজা বলেন, যে (উইভ) নারীর অধিকার, নারীর স্বাস্থ্য, যৌন এবং প্রজনন অধিকার, লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং অন্যান্য অনেক সামাজিক বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। তাছাড়া কাউখালী উপজেলা প্রশাসনের সাথে এ ধরনের সহযোগিতা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি।
কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়কে নির্বাচন করার জন্য কাউখালী উপজেলা প্রশাসন এবং (উইভ-ও এলএইচএফ) কে ধন্যবাদ জানান।
এই প্রশিক্ষণে কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে নবম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া, উইভ-ওএলএইচএফ টিম প্রশিক্ষণ সেশনের জন্য কারিগরি সহায়তা প্রদান করে। পরে শিক্ষার্থীদের মাঝে পুনঃব্যবহারযোগ্য প্যাড স্যানিটারি প্যাড সামগ্রী বিতরণের মাধ্যমে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড প্রশিক্ষণটি উদ্বোধন করেন।