॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল,তেল ও মশলা জাতিয় ফসলের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ আওতায় (৩য় পর্যায়) ১ম সংশোধন প্রকল্পের আওতায় আদা ফসলের মাঠ দিবস গতকাল মঙলবার সকাল ১০টায় পোয়াপাড়ায় পালন করা হয়।
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুজ্জামান ইমরানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি রাঙামাটি অন্চলের অতিরিক্ত পরিচালক (ডিএই)কৃষিবিদ পবন কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নাসিম হায়দার। এ সময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী কৃষি অধিদপ্তরের উপ-সহকারি কৃষি অফিসার মোঃ গোলাম মাওলা, তৈয়ব নুর সাগর,হ্লামোচিং মারমা, মাওচিং মারমা।
উল্লেখ্য যে কাউখালী উপজেলার বেতবুনিয়া সাপমারা গ্রামে জনৈক কৃষক মংশিলা মারমার আদা ক্ষেতে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল,তেল ও মশলা জাতিয় ফসলের বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ (৩য় পযায়) ১ম সংশোধন প্রকল্পের আওতায় আদা ফসলের মাঠ দিবস পালন করা হয়। কৃষক মংশিলা মারমা প্রতি হেক্টরে ২২ মেট্রিক টন ফসল উৎপাদন করেন বলে সংশ্লিষ্ট সুত্র জানায়। এ সময় সংশ্লিষ্ট সাপমারা গ্রামের কৃষকগণ উপস্থিত ছিলেন।