॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার প্রত্যন্ত এলাকা ফটিকছড়ি ইউপির বার্মাছড়ি এলাকা হতে শুক্রবার রাতে গাজাঁসহ ১জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। থানাসূত্র জানায় হাটহাজারী থানার র্যাব-৭ রাত্রীকালীন টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার সময় কাউখালী উপজেলার দুর্ঘম পাহাড়ী এলাকার ফটিকছড়ি ইউনিয়নের বার্মাছড়ি মুখ পাড়া গ্রামের বাসিন্দা মন মোহন চাকমার ছেলে ডালিম চাকমা (৪০) এর করাত কল (স মিল) থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ কেজি গাজা (প্রতি কেজি গাজাঁর মুল্য ১৫ হাজার টাকা করে প্রায় ১৫লক্ষ টাকা) সহ তাকে হাতেনাতে আটক করেন এবং তাকে রাত্রেই কাউখালী থানায় সৌপর্দ করেন। এ ব্যাপারে কাউখালী থানায় র্যাব-৭ এর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।
কাউখালী থানায় মামলা নং ৩,তারিখ১০.০২.২০২১খ্রিঃ আই্ও এসআই সুদিপ্ত রেজা বলে অফিসার ইনচার্জ (ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম জানান। আটককৃত ডালিম চাকমা কে আজ বুধবার (১০ ফেব্রুয়ারী/২১) রাঙামাটি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
জানা যায় কাউখালী উপজেলা সদর হতে পশ্চিম উত্তরাংশের এই পাহাড়ী দুর্ঘম ফটিকছড়ি ইউনিয়নের বার্মাছড়ি এলাকার সড়ক পথের দুরুত্ব প্রায় ৬৫ কিলোমিটার। যা কিনা উপজেলার সদর হতে বার্মাছড়ি এলাকায় যেতে হলে রাঙুনীয়ার রানীর হাট হয়ে রাউজান উপজেলার ক্ষিরাম হয়ে দুর্ঘম এই পাহাড়ী এলাকায় যেতে হয়। আইন শৃংখলা বাহিনীর জন্য যে কোন অপারেশন পরিচালনা করা খুবই কষ্টকর। তার পরেও দুর্ঘম এলাকা হওয়া সত্বেও আইন শৃংখলা বাহিনী যে কোন সময় যে কোন অপারেশন পরিচালনার পাশাপাশি যে কোন অপরাধি কে পাকড়াও করার ব্যাপারে সব সময়ই সজাগ রয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্র জানান।