কাউখালীতে চেয়ারম্যান পদে ২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

527

॥ ওমর ফারুক ॥

রাঙামাটির কাউখালীতে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন হবে নভেম্বর মাসের ২৮ তারিখে ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২জন। ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে ২জন সহ চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থী প্রতিব্দন্ধতা করছেন।

উপজেলার ৪টি ইউনিয়ন যথাক্রমে ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ হতে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন যুবলীগ উপজেলা শাখার সভাপতি অংক্যজ চৌধুরী তিনি বিনা প্রতি¦দন্ধিতায় বেতবুনিয়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। ২নং ফটিকছড়ি ইউনিয়ন পরিষদে চেযারম্যান পদে আওয়ামীলীগ ফটিকছড়ি ইউনিয়ন শাখার সভাপতি হ্লাথোয়াই মারমা প্রতিবন্ধিতা করছেন তার প্রতিক নৌকা, একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী উষাতন চাকমা প্রতিক আনারস । ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রত্ব্দিন্ধিতা করছেন বর্তমান চেয়ারম্যান জগদীশ চাকমা স্বতন্ত্র প্রার্থী প্রতিক ঘোড়া, তার সাথে প্রতিব্দন্ধিতা করছেন যুবলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. নাজিম উদ্দিন নৌকা প্রতিকে, আরেক প্রতিব্দন্ধি রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঘাগড়ার বিশিষ্ঠ ব্যবসায়ী সুবাশ চাকমা প্রতিক আনারস। ৪নং কলমপতি ইউনিয়ন পরিষদ হতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ উপজেলা শাখার সহ-সভাপতি ক্যজাই মারমা বাংলাদেশ আওয়ামীলীগ হতে বিনা প্রতিব্দন্ধিতায় (৪ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান) তিনি নির্বাচিত হন বলে জানা যায়।

অপরদিকে বেতবুনিয়া ইউপিতে সাধারন ওয়ার্ডের সদস্য পদে প্রব্দিন্ধীতা করছেন মোট ১৩জন,বিনা প্রতিব্দন্ধতায় নির্বাচিত হয়েছেন সাধারন সদস্য ০৪জন, সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) সদস্যা পদে প্রব্দিন্ধীতা করছেন ০২জন, বিনা প্রতিব্দন্ধতায় সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা নির্বাচিত হন ০২জন, ফটিকছড়ি ইউপিতে সাধারন ওয়ার্ডের সদস্য পদে প্রতিব্দন্ধীতা করছেন মোট ২৩জন, সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) সদস্যা পদে ০৭জন, ঘাগড়া ইউপিতে সাধারন ওয়ার্ডের সদস্য পদে প্রতিব্দন্ধীতা করছেন মোট ২১জন,বিনা প্রতিব্দন্ধীতায় সাধারন সদস্য নির্বাচিত হন ০১জন, সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) সদস্যা পদে প্রতিব্দন্ধতা করছেন ০৮জন, কলমপতি ইউপিতে সাধারন ওয়ার্ডের সদস্য পদে প্রতিব্দন্ধীতা করছেন মোট ১৯জন,বিনা প্রতিব্দন্ধতায় সাধারন সদস্য নির্বাচিত ০২জন,সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) সদস্যা পদে প্রতিব্দন্ধতা করছেন মোট ০২জন।বিনা প্রতিব্দন্ধতায় সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা পদে নির্বাচিত হন ০২জন বলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয় সুত্র জানান।