কাউখালী প্রতিনিধি, ৬ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : কাউখালী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে সংগঠনটির ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাঁক জমকের সাথে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙলবার দুপুরে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষীণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দিপংকর তালুকদার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি আতু মং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আ’লীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিসদ সদস্য অংসুই প্রু চৌধুরী। কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী। আ’লীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক এরশাদ সরকার। ১নং বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুদ্দোহা চৌধুরী। আ’লীগ কাউখালী উপজেলা শাখার সাংঘঠনিক সম্পাদক ক্যাসি মং মারমা প্রমুখ।
আলোচনাসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জববার সুজন। যুবলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন। ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি সালাহ উদ্দিন মন্জু। ছাত্রলীগ কাউখালী শাখার সাধারন সম্পাদক সজিব দত্ত। ছাত্রলীগ কাউখালী শাখার সাংঘঠনিক সম্পাদক মেহেদী হাসান সানি। ছাত্রলীগ নেতা শাহিন আলম। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সাবেক সভাপতি আলী হায়দার সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কর্তৃক ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান