কাউখালীতে জাতীয় শোক দিবস ঘিরে আলোচনা সভা

133

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। দিবস টি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের এবং বিভিন্ন সংগঠনের পক্ষ হতে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমিদা আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পারভেজ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, ভাইস – চেয়ারম্যান নিংবাইউ মারমা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজিউল হক প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের প্রতিনিধি বৃন্দ এবং সুশীল সমাজের সম্মানিত নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে বংগবন্ধুর উপর বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানান।