কাউখালীতে জাতীয় সমবায় দিবস ঘিরে আলোচনা ও র‍্যালী

104

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পালন করা হয়। দিবসটি উপলক্ষে সমবায়ীদের উপস্থিতিতে এক বর্নাঢ্য রালী উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পরিবরের পতাকা উত্তোলন করা হয় এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা কাউখালী উপজেলার নবাগত উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলমপতি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ ইমাম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রমা রানী দাশ।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, কলমপতি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সামশুদ্দিন, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সৈকত চাকমা, মাওলানা হাসান মাহমুদ সহ উপজেলার বিভিন্ন বিভাগের প্রতিনিধি ও বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সদস্যা বৃন্দ। পরে আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন সমিতি কে উপজেলা সমবায় কার্যালয়ের পক্ষ হতে ৬ টি সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে সমবায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সমিতি গুলো হলো কলমপতি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ, কলমপতি অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতি লিঃ, কাউখালী শ্রমিক কল্যান সমবায় সমিতি লিঃ, চেলাছড়া অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতি লিঃ, কাউখালী অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতি লিঃ সমুহ।