॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকাল বেলা ঘাগড়া হতে জাল টাকা সহ ১জন কে আটক করার খবর পাওয়া যায়। এ সময় আটক আবু বকর ছিদ্দিকের কাছ থেকে একই সিরিয়ালের ৪৩টি পাঁচশ’ টাকার নোট উদ্ধার করে পুলিশ।
কাউখালী থানা সুত্রে জানা যায়, রাঙামাটি জেলার লংগদু উপজেলার গাথাছড়া গ্রামের বাসিন্দা মোঃ সাদ্দাম হোসেনের ছেলে মোঃ আবু বক্কর ছিদ্দিক (২৮) (বর্তমানে রাঙামাটি কাঠালতলী ভাড়াটিয় বাসায় থাকেন) উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ক্যাংরাছড়া মোড়ে সুমন মারমার চায়ের দোকানে জাল টাকা নিয়ে ক্রেতা সেজে অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া রেষ্টহাট পুলিশ ক্যাম্পের পুলিশের এএসআই আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে ঘটনাস্থল থেকে তাকে ৪৩টি ৫০০ টাকার জাল নোটসহ তাকে হাতেনাতে আটক করেন। পরে আটককৃত কে কাউখালী থানায় সোপর্ধ করেন
এ ব্যাপারে কাউখালী থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-(ক) ধারায় মামলা দায়ের করা হয় বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওছি) মোঃ শহিদ উল্লা পিপিএম জানান। মামলা নং ১০,তাং৩০.১১.২০২০খ্রিঃ আইও এসআই মোঃ সিরাজুল ইসলাম। আটককৃত কে আগামী কাল মঙলবার রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হবে বলে ওছি বিষয়টি নিশ্চিত করেন।