কাউখালীতে নব নির্বাচিত ইউপি মেম্বারদের শপথ অনুষ্ঠিত

377

॥ মো. ওমর ফারুক ॥

রাঙামাটির কাউখালীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (চার ইউপি) নব- নির্বাচিত সাধারন ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) মেম্বারদের শপথ পড়ানোর অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা।

এ সময় কাউখালী উপজেলার চার ইউনিয়ন পরিষদ ১নং বেতবুনিয়া, ২নং ফটিকছড়ি, ৩নং ঘাগড়া,৪নং কলমপতি ইউনিয়নের ২০২১ইং সালের ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনে নব-নির্বাচিত সকল ওয়ার্ডের সাধারণ মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) মেম্বারদের শপথ পড়ানো হয়।

বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. জামশেদুল আলম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা ভাইস-চেয়ারম্যান অংপ্রু মারমা, চার ইউপি‘র নব-নির্বাচিত চেয়ারম্যান গন ১নং বেতবুনিয়া ইউপি‘র চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ২নং ফটিকছড়ি ইউপি‘র চেয়ারম্যান উষাতন চাকমা, ৩নং ঘাগড়া ইউপি‘র চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন , ৪নং কলমপতি ইউপি‘র পাচঁবারের নির্বাচিত চেয়ারম্যান ক্যাজাই মারমা গন উপস্থিত ছিলেন।

এতে অন্যানের মধ্যে উপস্তিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী, ইউআরসি ইন্সট্রাক্টর মো.গিয়াস উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, কাউখালী থানার এসআই মো. ওয়াজেদ, সাংবাদিক মো. আরিফুর হক মাহবুব, সাংবাদিক মো. ওমর ফারুক, ইউএনও অফিসের প্রতিনিধি মো. মামুন হাছান সহ চার ্ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সকল সাধারন সদস্য (পুরুষ) মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) মেম্বার গন এবং সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ। অপরদিকে রাঙামাটি বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে মামলা থাকায় ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের দুইজন সাধারন ওয়ার্ড (পুরুষ) মেম্বার ৪নংওয়ার্ড নীল মনি চাকমা,৭নং ওয়াডের্র মেম্বার বাবু পালিত (বাসু) গনকে অনুষ্টানে শপথবাক্য পাঠ করানো হয়নি বলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা জানান। অনুষ্টানে শপথ বাক্য পাঠ শেষে উপজেলা পরিষদের পক্ষ হতে চার ইউপির নব-নির্বাচিত সকল মেম্বারদের ফুল দিয়ে সর্ম্মান জানানো হয়।