॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলায় বে- সরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়টস এর আয়োজনে নারী ও কন্যা শিশুর শিক্ষা ও দক্ষতার মাধ্যমে ক্ষমতায়ন এক প্রশিক্ষণ কর্ম শালা গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোদন করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানা। এ সময় প্রশিক্ষণ কর্ম শালায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, ব্রাক ম্যানেজার রীতা খীসা, থানার প্রতিনিধি এএসআই মোঃ আকবর হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি প্রতিনিধি মোঃ আলী আহাম্মদ, ঘাগড়া ইউপি মেম্বার মোঃ মুনির উদ্দিন, মহিলা মেম্বার ক্রানুচিং চৌধুরী, মেম্বার মহিন্দর্ তালুকদার, মেম্বার কিরন বিকাস চাকমা, এনজিও প্রতিনিধি জ্ঞান বিকাস চাকমা, প্রশিক্ষনে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়টস এর জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার রিতা চাকমা, আইআরডি ট্রেনার সুগন্ধি চাকমা, আইআরডি ট্রেনার বিটু দত্ত।
প্রশিক্ষণ কর্ম শালায় উপজেলার বিভিন্ন এলাকা হতে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণের অর্থায়নে ছিলেন বাংলাদশ সরকার ও গ্লোবাল এফেয়ার্স কানাডা ( এঅঈ) যৌথ অর্থায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় বলে সংশ্লিষ্ট সূত্র জানান।