কাউখালী সংবাদদাতা, ২৯ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : কাউখালী উপজেলার পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের আয়োজনে রোববার উপজেলা পর্য্যায় এক ও দুই সন্তান বিশিষ্ট দম্পত্তিদের নিয়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ বিষয়ে দিনব্যপী অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচা মং চৌধুরী (এস এম চৌধুরী)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পরিবার পকিল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহনেওয়াজ আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পপুলেশন কো-অর্ডিনেটর প্রবির কুমার সেন ও কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রকিব উল্লাহ প্রমুখ।
কর্মশালায় অন্যানের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন কাউখালী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. ওমর ফারুক। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী অফিসার বিধুরঞ্জন চাকমা। উপজেলা পরিবার পরিকল্পপনা বিভাগের মাওচিং চৌধুরী। মিনুচিং চৌধুরী।
কর্মশালায় অতিথিরা বলেন, বাংলাদেশ পৃথিবীর ৮ম জন বহুল দেশ। এ দেশে বাল্য বিবাহ একটি মারাত্বক আকার ধারন করেছে, অন্যদিকে সমাজে বহু বিবাহ তো রয়েছে যার ফলে জনসংখ্যা দিনদিন বেড়েই চলছে কিন্তু সরকারের পরিবার পরিকল্পনা বিভাগের সরকারী যে নীতিমালা তা মানুষ মেনে চলার কারনে আজ বাংলাদেশে জনসংখ্যা মোটামুটিভাবে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতেছে।
কর্মশালায় কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন হতে প্রায় বিশ জোড়া দম্পতি অংশ গ্রহন করেন।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান