কাউখালীতে পাঁচ দোকানদারকে মোবাইল কোর্টের জরিমানা

95

॥ কাউখালী প্রতিনিধি ॥

ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স সার্টিফিকেট না থাকায় মোবাইল কোর্টের অভিযানে কাউখালী উপজেলা সদরের ৫ দোকানদার জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট সৈয়দা সাদিয়া নুরীয়ার নেতৃত্বে দুপুর সাড়ে ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে জরিমানা করা দোকানদাররা হলেন উপজেলা সদরের মুদি দোকানদার সুজন দাশ – দুই হাজার টাকা, পার্শ্ববর্তী দোকানদার সুমন – দুই হাজার টাকা, প্লাস্টিকের দোকানদার সন্জিব পাল- দুই হাজার টাকা, মুদি দোকানদার শ্যামল দে- পাঁচ হাজার টাকা, ইয়াছিন মার্কেট তৈলের দোকানদার ( দাহ্য তৈল বিক্রেতা) মোঃ ইউসুফ কে (নগদে) দশ হাজার টাকা সহ সর্বমোট একুশ হাজার টাকা জরিমানা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এ সময় মোবাইল কোর্ট কে সার্বিক সহযোগিতা করেন কাউখালী থানার পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসনের দায়িত্বশীলরত কর্মকর্তাগণ।