কাউখালীতে বছরের প্রথমদিনেই বিদ্যালয়গুলোতে পাঠ্য বই বিতরণ

339

॥ কাউখালী প্রতিনিধি ॥

শিক্ষা বর্ষের প্রথম দিনেই কাউখালী উপজেলার সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় স্বাস্থ্য বিধি মেনে একযোগে বিদ্যালয়গুলোতে বই বিতরণ করা হয়।
উপজেলা সদরস্থ কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, কাউখালী প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক, কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা কামরুন্নাহার,বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের,সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকারা সহ সকল ছাত্র/ছাত্রী এবং অভিভাবকরা।

অপরদিকে উপজেলা শিক্ষা বিভাগ সুত্রে জানা যায়,জানা যায় উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ৬৩টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১টি, উচ্চ বিদ্যালয় ১২টি (সরকারী,বে-সরকারী সহ) মাদ্রাসা মোট ০৩টি। সকল বিদ্যালয় গুলিতে সরকারের বিধি বিধান মেনে স্বাস্থ্য সেবা অনুসরণ করে প্রতিটি বিদ্যালয়ে নতুন ইংরেজি বছর-২০২২ ইং শুরুর প্রথম দিন (শনিবার) সকল শিক্ষার্থীদের হাতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্টান প্রধান ও শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সদস্যরা নতুন পাঠ্য পুস্তক তুলে দেন বলে জানান।