॥ মোঃ ওমর ফারুক ॥
কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্য্যালয়ের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (৮ই মার্চ) সকাল ১০ টায় প্রথমে দিবসটি ঘিরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিবসটি ঘিরে লীন প্রকল্পের আওতায় পরিচালিত উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে বিভিন্ন পাড়ার নারী ও কৃষি উদ্যোক্তদের অংশ গ্রহণে পুষ্টি বিষয়ক খাদ্য সামগ্রী প্রদর্শন এবং কিশোরীদের সচেতনতা মূলক উপকরণ প্রর্শনের জন্য একটি মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখুয়া ও সুবির চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. বরুন কুমার দত্ত, জেলা মৎস কর্মকর্তা শ্রীবাস কুমার চন্দ, রাঙামাটি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার আল হক, কাউখালী থানার অফিসার ইনচার্য (ওসি) মোঃ পারভেজ আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ গাজিউল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীতা চাকমা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সীমা রানী সেন।
আলোচনা সভায় পুষ্টি উৎপাদন ও নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কিছু নারী উদ্যোগক্তাকে ( ডব্লিউবিসি, এলএসপি, কিশোর-কিশোরী ক্লাব্ এসপিএ ও কৃষিজাতপণ্য উৎপাদনকারী) সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভাশেষে একটি নাটিকার মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, গর্ভবতী নারীদের যতœ এবং কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, তুলা উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মোঃ সেলিমসহ উপজেলা পরশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বৃন্দ ও সুশীল সমাজের প্রতি নিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আন্তর্জাতিক নারী দিবসে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত অংশ গ্রহনকারীগন।