॥ কাউখালী প্রতিনিধি ॥
নানা আয়োজন ও বর্নাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। কাউখালী থানা পুলিশের আয়োজনে দিবসটি ঘিরে শনিবার ৩১ অক্টোবর) সকাল ১০ টায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত বর্নাঢ্য রালীটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ পারভেজ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার মিয়া, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা,ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই মোঃ ওসমান গনি।
এসময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মদ গোলাম ফারুক, কলমপতি ইউপি মেম্বার মোঃ দেলোয়ার হোসেন শামীম, গ্রাম পুলিশ দপাদার মোঃ আবুল কাশেম,কাউখালী বাজার শ্রী শ্রী গীতা মন্দির সাধারণ সম্পাদক মিন্টু কান্তি দে, ফায়ার সার্ভিসের প্রতিনিধি লিটন বড়ুয়া, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম অভি, বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাবাসসুম তোহা সহ আরো অনেকে।
আলোচনাসভা শেষে অনষ্ঠানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিভিন্ন শ্রেণির ক্যাটাগরিতে নির্বাচিত বিভিন্ন ব্যাক্তিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।