কাউখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি কাউখালী শাখার আয়োজনে জ্বালানি তেলের মুল্য বৃদ্ধি ও ভোলায় দলীয় দুই নেতার হত্যার প্রতিবাধে বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রেস ক্লাব চত্বরে এক বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল টি উপজেলা সদর হতে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মহিউদ্দিন। সমাবেশে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির নবঘটিত সদস্য সচিব অর্জুন মনি চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবক সাধারন সম্পাদক সাজাই মং মারমা,এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য এমএ মনছুর, সদস্য মোঃ আব্দুল মোতালেব ( মেম্বার), সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য মোঃ আবুল কালাম আজাদ, ঘাগড়া ইউনিয়ন বিনপির সভাপতি আবু বক্কর তারা মিয়া, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম রিপন, সদস্য মিন্টু কান্তি দে, উপজেলা ছাত্র দলের আহবায়ক তারেক হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তানজিদ হোসেন সহ দলের এবং সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ।