কাউখালীতে বিপুল উৎসাহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

118

॥ কাউখালী প্রতিনিধি ॥

জেলার কাউখালী উপজেলার চার ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যাবস্থাপনায় ও বিভিন্ন ভলান্টিয়ারের সহযোগিতায় ৬ হাজার শিশু কে লক্ষমাত্রা নির্ধারণ করে সোমবার থেকে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। প্রথম দিনে বিপুল সংখ্যক শিশু অস্থায়ী ক্যাম্পগুলোতে এসে ভিটামিন গ্রহণ করে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায় উপজেলার চার ইউনিয়ন বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া, কলমপতিতে ৬ মাস হতে ৫ বছর বয়সী ৬ হাজার শিশু কে সরকার ঘোষিত ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইমি প্রু রোয়াজা জানান। তার মধ্যে উপজেলার চার ইউনিয়নে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য মোট ৯৭ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান। অপরদিকে উপজেলার বিভিন্ন দুর্ঘম পাহাড়ি এলাকায় ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য সরকারিভাবে ব্যাবস্থা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।