॥ কাউখালী প্রতিনিধি ॥
“মুজিব বর্ষের অঙিকার”যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বে-সরকারি উন্নয়নমুলুক সংস্থা ব্রাক এর যৌথ আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পালন করা বিশ্ব যক্ষা দিবস-২০২১খ্রিঃ।
দিবসটি উপলক্ষে এক র্যালী উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদিক্ষণ করেন।র্যালীত্তোর এক আলোচনা সভা কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুইমি প্রু রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা। বিশেষে অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ জানানতুল নাঈম,মেডিকেল অফিসার ডাঃ শিবলু বড়–য়া,কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাক কাউখালী উপজেলার ম্যানেজার রীতা চাকমা।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাক উপজেলা শাখার প্রোগ্রাম অর্গাইজার (পিও) পান্না চাকমা, পিও টপু চাকমা, পিও সনচিতা চাকমা,উপজেলা স্বাস্থ্য বিভাগের টিটু দেওয়ান,ব্রাক ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ,মাঠ পর্যায়ের স্টাফ বৃন্দ।