কাউখালীতে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

347

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালীতে ভূুমি আইন ও ব্যবস্থাপনা নিয়ে নির্বাচিত জন প্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ, সুশীল সমাজ, হেডম্যান, কার্বারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা। প্রধান অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের রেভিন্যিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) লায়লাতুল হোসেন। কাউখালী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং), উপজেলা পরিষদের মহিলা ভাইস -চেয়ারম্যান নিংবাইউ মারমা।

অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান অং প্রু মারমা প্রমুখ। সনচালনায় ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটর ঝিমি চাকমা।

প্রশিক্ষণ কোসে উম্মুর্ক্ত আলোচনায় অংশ গ্রহন করেন ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চাকমা, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, ঘাগড়া ইউপি‘র ১নং ওয়ার্ড মেম্বার মো,শরিফ উদ্দিন, ১০১ নং ঘিলাছড়ি মৌজা হেডম্যান পুস্পুল তালুকদার, ঘিলাছড়ি মৌজার কার্বারী মো, হেলিম কার্বারী, ইউএনও অফিসের নাজির মো,মামুন হাসান সহ আরো অনেকে। প্রশিক্ষণ কোর্সটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জণ প্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,হেডম্যান/কার্বারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন সহ মোট একশত জন অংশগ্রহনকারী অংশ গ্রহন করেন। উম্মুক্ত আলোচনায় ১০১নং ঘিলাছড়ি মৌজা হেডম্যান পুস্পুল তালুকদারের এক প্রশ্নের জবাবে অন্যান্য অংশগ্রহনকারীরা বলেন দির্ঘদিন যাবত ৩নং ঘাগড়া ইউনিয়নের ১০১ নং ঘিলাছড়ি মৌজা হেডম্যান পুস্পুল তালুকদার ঘিলাচড়ি বাঙালী এলাকার কোন পুনর্বাসিত লোক হতে সরকারী খাজনা নেয়না বলে প্রশিক্ষণ কোর্সে উপস্তিত সকলে অভিযোগ তুলেন। প্রশিক্ষণ কোর্সটির আয়োজনে ছিলেন কাউখালী উপজেলা প্রশাসন। বাস্তবায়নে উপজেলা ভুমি অফিস। পৃষ্টপোষকতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিএফ) বলে সংশ্লিষ্ট সুত্র জানান।