কাউখালীতে মাশরুম খেয়ে ৫ জন অসুস্থ

171

॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলার তারাবুনিয়া দুর্গম এলাকায় শনিবার দুপুরে পাহাড়ি মাশরুম খেয়ে পরিবারের ৫ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়ে বলে খবর পাওয়া যায়। কাউখালী হাসপাতাল ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া দুর্গম এলাকার বড়পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা পাইথু প্রু মারমা গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে জংগল হতে পাহাড়ি মাশরুম তুলে এনে দুপুরে বাড়িতে রান্না করে পরিবারের সকল সদস্য মিলে খায়। খাওয়ার ঘন্টা খানিক পরে সকল সদস্যদের জ্বর চুলকানি পাতলা পায়খানা শুরু করে এবং পরিবারের সকল সদস্যের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরে পার্শবর্তি লোকজন খবর পেয়ে তাদের সেই দুর্গম এলাকা হতে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্ধার সময় নিয়ে আসেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ মোস্তফা সরয়ার তাদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের সকলের অবস্থা খুবই আশংকা জনক বলে তাদের দ্রুত রাংগামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বিষাক্ত মাশরুম খেয়ে একই পরিবারের আহত সদস্যরা হলেন পাইথু প্রু মারমা (৪৮)পিতা মৃত, চাথুই মারমা। অংসউচিং মারমা(৬) পিতা পাইথুই প্রু মারমা, উক্রই মারমা(৪৬) পিতা পাইথুই প্রু মারমা, মংশ্হিলা মারমা (২২) পিতা,পাইথুই প্রু মারমা, মিসি প্রু মারমা (২০) পাইথুই প্রু মারমা বলে জানা যায়।