কাউখালীতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সফর

662

॥ স্টাফ রিপোর্টার ॥

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা কমান্ড কাউন্সিলের উপজেলা ও জেলা কমিটির পুনঃগঠনের লক্ষ্যে কাউখালী উপজেলায় সাংগঠনিক সফর ও সদস্য সংগ্রহ করেছে সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (৩ এপ্রিল) দিনব্যাপি মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোঃ রাসেল তালুকদার ও সদস্য সচিব শাহ আলম বাদশা, কাউখালী উপজেলা আহবায়ক মোঃ মাইন উদ্দিন, সদস্য সচিব ইসহাক নেতৃত্বে উপস্থিত মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার উদ্দিন সহ কাউখালী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের শক্তি বৃদ্ধির জন্য সদস্য সংগ্রহ করা হয়েছে।

এসময় দেশ হতে জংগীবাদ মৌলবাদে বিরুদ্ধে কঠোর অবস্থান নিবেন বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক মোঃ রাসেল তালুকদার। স্বাধীনতা দিবসের দিন হেফাজতের কর্মীদের দ্বারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ জ্বাালাও পোড়াও আন্দোলনের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনকে এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এসময় তিনি আরো বলেন- রাঙামাটি জেলার প্রতিটা উপজেলায় এই সাংগঠনিক সফর চলবে ইনশাআল্লাহ।