॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালী উপজেলার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইপসা (ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন)। বুধবার সকাল ১০টায় ইপসা পোয়াপাড়া ইপসা এইচআরডিসিতে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান সভাপতিত্ব করেন।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ইপসা ইকোনোমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালক মোঃ মনজুর মোর্শেদ চৌধুরী, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোঃ আরিফুল হক মাহবুব, প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, ইপসা সমৃদ্ধি প্রকল্পের এরিয়া ম্যানেজার এনামুল হক শান্ত প্রমুখ।
এসময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কলমপতি ইউপি মেম্বার পাইচামং মারমা, ইপসা সমৃদ্ধি প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল গফুর, ইপসা কাউখালী শাখার ম্যানেজার মোঃ শাহাজান, সমৃদ্ধি প্রকল্পের প্রতিনিধি জ্ঞানেন্দু বিকাস চাকমা সহ কলমপতি ইউনিয়নের সমৃদ্ধি প্রকল্পের সকল সদস্য সদস্যবৃন্দ এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী বৃন্দ।
উল্লেখ্য যে,কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে ইপসা এনজিও কর্তৃক পলীø কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিক্এেসএফ) এর সমৃদ্ধি প্রকল্পের আওতায় মোট ১৫জন গরীব মেধাবী (২০১৯ ইং সালে এসএসসি পাশ করে এইচএসসি তে অধ্যায়নরত ২০২০ইং সালে এসএসসি পাশ ছাত্রছাত্রীদের ১ম ও ২য় দফা) ছাত্রছাত্রীদের মাঝে প্রতি জনকে নগদ চেকের মাধ্যমে ১২হাজার টাকা করে বৃত্তি প্রদান করেন প্রকল্প সংশ্লিষ্ট সুত্র জানান।